বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকা প্রকাশ
ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে বিশ্বের ১০ জন সুন্দরী অভিনেত্রীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তারা যে শুধু সুন্দরী তেমন নন, পাশাপাশি তারা দাপটের সঙ্গে অভিনয়টাও করেন। এই তালিকায় রয়েছে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও বলিউড অভিনেত্রীর নাম হল কৃতি শ্যাননের নাম। তালিকার তৃতীয় স্থানে হানিয়া এবং কৃতির অবস্থান চতুর্থ। আইএমডিবি-এর তালিকা অনুসারে ২০২৫ সালের সেরা ১০ জন সুন্দরী অভিনেত্রীরা হলেন:
১. ম্যাককেনা গ্রেস- যুক্তরাষ্ট্র
২. জুলিয়া বাটার্স- যুক্তরাষ্ট্র
৩. হানিয়া আমির -পাকিস্তান
৪. কৃতি শ্যানন – ভারত
৫. ন্যান্সি ম্যাকডোনি- মার্কিন যুক্তরাষ্ট্র/দক্ষিণ কোরিয়া
৬. দিলরাবা দিলমুরাত- চীন
৭. শৈলেন উডলি- যুক্তরাষ্ট্র
৮. মার্গো রবি- অস্ট্রেলিয়া
৯. আনা দে আর্মাস- কিউবা স্পেন
১০. এমা ওয়াটসন- যুক্তরাজ্য