অবশেষে টানা জয়ে ছেদ পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। উরুগুয়ের কাছে হেরে পথ হারিয়েছে লিওনেল মেসিরা। এই হারের পর আর্জেন্টিনা কোচ তাই বলেই ফেললেন, বিশ্ব চাম্পিয়ন বলেই ভাবি না যে আমরা আর হারব না। শুক্রবার ভোরে ঘরের মাঠে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হেরে শুরু। এরপর টানা জয়ে ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে শিরোপা উৎসবে মাতে আর্জেন্টিনা। বিশ্বকাপের পরে এ বছরও সেই একই চেহারায় লিওনেল মেসিরা। হারেনা ১৪ ম্যাচ ধরে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোল করেছেন রোনালদ আরোহো ও দারউন নুনিয়েজ। কাতার বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার এটাই প্রথম হার। আর লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পঞ্চম ম্যাচে প্রথম হারের স্বাদ পেল মেসিরা। আগের চার ম্যাচ জেতায় অবশ্য এখনো শীর্ষে আছে আলবেসিলেস্তারা। উরুগুয়ের কাছে হারলেও পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ভালো করার প্রত্যয় শুনিয়েছেন কোচ লিওনেল স্কালোনি,‘সত্যি বলতে, ম্যাচে আমরা কখনোই স্বাচ্ছন্দ্যে খেলতে পারিনি। এই জয় তাদের প্রাপ্য। আমরা কখনো সঠিক রাস্তায় ছিলাম না, এটাই বাস্তবতা। সামনে আমাদের আরো বড় ম্যাচ অপেক্ষা করছে। আমরা সেরাটা খেলার চেষ্টা করব। বিশ্বচ্যাম্পিয়ন বলে আর্জেন্টিনা কোন ম্যাচ হারবে না এমনটা ভাবতে বারণ করেছেন স্কালোনি,‘আমি মনে করি, এই দল কঠিন সময় কীভাবে পার করতে হয় সেটা জানে। ল হিসেবে আপনি হারবেন, জিতবেন, অন্য কোনো উপায় নেই। কিছু সময় প্রতিপক্ষকেও কৃতিত্ব দিতে হয়। বিশ্ব চাম্পিয়ন বলেই ভাবি না যে আমরা আর হারব না। আমি আগেও বলেছি, সামনেও বলব যে, আমরা অজেয় দল নই।’