তারকাদের মেলা বিশ্বকাপ ফাইনালে স্টেডিয়ামে

32

মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হয়েছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি। আর এই ম্যাচ ঘিরে উন্মাদনায় গোটা ভারত। রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভিড় করেছে ভারতের সকল শ্রেণি-পেশার মানুষ। হাজারো মানুষের ভিড়ে আলো ছড়াচ্ছেন ভারতের সিনে তারকারাও। ভারতকে উৎসাহ জোগাতে মাঠে হাজির রয়েছেন ভারতের বিনোদন অঙ্গনের অসংখ্যা তারকা। অন্যদের মতোই নিজ দেশকে উৎসাহ জোগাতে সব কাজ ফেলে মাঠে পৌঁছে গেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানও। শাহরুখ খানকে তাঁর স্ত্রী গৌরী খানের সঙ্গে আহমেদাবাদে স্টেডিয়ামে দেখা গেছে।