বিশ্বকাপে ৭ ‘নতুন মুখ’ নিয়ে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (২ জানুয়ারি) এইডেন মার্করামকে অধিনায়ক করে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)।
বেশ চমক রেখে এবারের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এই দলে সাতজন ক্রিকেটার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছে। এরা হলেন কুয়েনা মাফাকা, করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জেসন স্মিথ, জর্জ লিন্ডা ও ডনোভান ফেরেইরা।
এছাড়া বিশ্বকাপ দলের জায়গা পেয়েছেন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। সেইসঙ্গে ডেভিড মিলার, টনি ডি জর্জি ও কেশব মহারাজের মতো পরীক্ষিত ক্রিকেটাররা আছেন বিশ্বকাপ দলে।
সবশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের খুব কাছে গিয়ে হৃদয় ভাঙে প্রোটিয়াদের। ফাইনালে ভারতের কাছে ৭ রানে হেরে যায় তারা। তবে এবার শিরোপা জয়েই চোখ রাখছে এইডেন মার্করামের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার দল: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডনোভান ফেরেইরা, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, কুয়েনা মাফাকা, লুঙ্গি এনগিদি, জেসন স্মিথ, জর্জ লিন্ডা, করবিন বশ, এনরিখ নরকিয়া।