<meta property="og:image:width" content="725"/> <meta property="og:image:height" content="400"/> বিশ্বকাপে নামিবিয়াকে হারিয়ে স্কটল্যান্ডের প্রথম জয় - Radio Mahananda

বিশ্বকাপে নামিবিয়াকে হারিয়ে স্কটল্যান্ডের প্রথম জয়

নামিবিয়ার হয়ে কেবল লড়লেন গেরহার্ড এরাসমাস। লড়াকু এক লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে নামিবিয়া। তবে চাপ সামলে দারুণ এক জুটি গড়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় উপহার দিলেন রিচি বেরিংটন ও মাইকেল লিস্ক। বারবাডোজে গতকাল রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের জয় ৫ উইকেটে। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে নামিবিয়া। যেটি ৯ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে স্কটল্যান্ড। নিজেদের আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে উড়ন্ত শুরুর পর বৃষ্টিতে ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় স্কটল্যান্ডের। অপরদিকে নামিবিয়া তাদের আগের ম্যাচে ওমানের বিপক্ষে সুপার ওভারে জয়লাভ করে।