<meta property="og:image:width" content="200"/> <meta property="og:image:height" content="200"/> <meta property="og:image:type" content="image/jpeg"/> বিয়ের আগেই মা হওয়ার বাসনার কথা জানালেন নাগার হবু স্ত্রী - Radio Mahananda

বিয়ের আগেই মা হওয়ার বাসনার কথা জানালেন নাগার হবু স্ত্রী

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও কখনো মুখ খুলেননি তারা। গুঞ্জন মাথায় নিয়েই গত ৮ আগস্ট এ জুটি বাগদান সম্পন্ন করেন। চলতি বছরের শেষের দিকে সাতপাকে বাঁধা পড়বেন তারা। নাগা চৈতন্যর সঙ্গে বাগদানের পর প্রথমবার ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন শোবিতা ঢুলিপালারে। গালাটা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে, বিয়ে ও সন্তান নিয়ে তার কল্পনার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। মা হওয়ার বাসনার কথা জানিয়ে শোবিতা বলেন, ‘মাতৃত্বের পুরো অভিজ্ঞতা নেওয়ার কথা আমি সবসময়ই ভেবেছি। এ বিষয়ে আমি পরিষ্কার ছিলাম এবং বিয়ে করছি। আমি সবসময়ই নিজেকে সেই পরিবেশে দেখেছি। এটি এমন বিষয়, যা আমি কল্পনা করেছিলাম।’ বলিউড সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী শোবিতা ঢুলিপালার। পরবর্তী তেলেগু, তামিল, মালায়ালাম ভাষার বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তার কাজের ঝুলিতে জমা পড়েছে ‘পোনিয়িন সেলভান’-এর মতো সিনেমা।