বিভিন্ন সীমান্তে মাদকদ্রব্য উদ্ধার বিজিবির

36

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা ও আজমতপুর সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টায় আজমতপুর বিওপির হাবিলদার মো. রেজাউল ইসলামের নেতৃত্বে টহল দল সীমান্ত এলাকার মন্ডল তলায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৪২ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। এছাড়া মালিকবিহীন ভারতীয় ৩৯০টি নেশা জাতীয় ইনজেকশন (বুপ্রেনরফিন) আটক করতে সক্ষম হয়।
অপর দিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে শিয়ালমারা বিওপির নায়েব সুবেদার সাইফুর রহমানের নেতৃত্বে টহল দল শিয়ালমারা ঈদগাহ নামক স্থানে অভিযান চালায়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ফেনসিডিল ও ৪২ জোড়া স্যান্ডেল আটক করতে সক্ষম হয়।