বিভিন্ন আয়োজনে জুলাই শহীদদের স্মরণ করলেন স্কাউটাররা

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা স্কাউট ভবনে এই আয়োজনে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশ নেন। দুপুরে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলার কোষাধ্যক্ষ আসলাম কবীর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মাইনুল ইসলাম, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমানসহ বিভিন্ন ইউনিটের ইউনিট লিডারবৃন্দ।