01713248557

বিব্রতকর পরিস্থিতে দীপিকার পাশে ছিলেন প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন রণবীর কাপুরের প্রেমে মজেছিলেন— সে কথা কারও অজানা নয়। ভালোবেসে নায়কের নামে নিজের শরীরে ট্যাটু করিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু শেষ পর্যন্ত দুইজনের পথ দুই দিকে বেঁকে যায়। মানসিকভাবে ভেঙে পড়েন দীপিকা। একই নামের আরেক নায়কের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দীপিকার। প্রথম প্রেমের তিক্ত অভিজ্ঞতার কারণেই হয়তো এই নতুন প্রেমের গল্প গোপন রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু ‘কফি উইথ করণ’ শোতে এসে বিপদে পড়ের দীপিকা। তাদের প্রেমের কথা অন স্ক্রিন প্রকাশ করতে চেয়েছিলেন আলোচিত-সমালোচিত উপস্থাপক করণ জোহর। ‘রামলীলা’ সিনেমায় দীপিকা-রণবীর সিং জুটির রসায়ন দর্শকদের মাত করে দিয়েছিল। একই সিনেমায় আইটেম গানে পারফর্ম করেছিলেন বলিউডের আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। করণ জোহরের শোতে দীপিকা আর প্রিয়াঙ্কা একই সঙ্গে হাজির হওয়ায়— করণ জোহরের বিব্রতকর প্রশ্নের জবাব দিতে হয়নি দীপিকার।  করণ জোহর নিজের শো-তে সরাসরি দীপিকাকে প্রশ্ন করেছিলেন, ‘রণবীর সিংয়ের সঙ্গে প্রেম চলছে?’ দীপিকাকে কিছু বলতে না দিয়েই প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘দীপিকার জীবনের ৯০ শতাংশই মানুষ জানে। বাকি ১০ শতাংশ  সে যদি গোপন রাখতে চায়, তাহলে ক্ষতি কী?’  সঙ্গে সঙ্গে দীপিকার চোখে মুখে মুগ্ধতা ছড়িয়ে পড়েছিল। প্রিয়াঙ্কা প্রমাণ করেছিলেন, সুযোগ থাকলে মানুষকে বিপত্তিকর অবস্থা থেকে বাঁচানো উচিত। করণ জোহরও প্রশ্নটি দ্বিতীয়বার করেননি ওই শোতে।