বিপিএল: প্রথম ও তৃতীয় দল চূড়ান্ত, দ্বিতীয় ও চতুর্থ দলের অপেক্ষা

রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের ঘোড়া শেষ পর্যন্ত শীর্ষেই থাকল। শনিবার রাতে চট্টগ্রাম রয়্যালসকে ৩ উইকেটে হারিয়ে রাউন্ড রবিন লিগের অষ্টম জয় নিশ্চিত করেছে তারা। আগে থেকে শীর্ষে ছিল। ১৬ পয়েন্ট নিয়ে রাজশাহী নিজেদের অবস্থান এমন জায়গায় নিয়েছে যেখানে বাকিদের আর আসার সুযোগই নেই। তাতে এলিমিনেটর ম্যাচ নিশ্চিত হয়েছে তাদের। কিন্তু প্রতিপক্ষ কে? নিশ্চিত হবে আজ। বিপিএলের রাউন্ড রবিন লিগের শেষ দিনের খেলা আজ। দুইটি ম্যাচের পর চূড়ান্ত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের লাইনআপ। ছয় দলের টুর্নামেন্টে সেরা চারে উঠতে পারেনি ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। প্রতিযোগিতার এক ম্যাচ আগে তারা ছিটকে গেছে। সেরা চারে উঠেছে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও রংপুর। এদের মধ্যে প্রথম দল রাজশাহী। তৃতীয় দল সিলেট। দ্বিতীয় ও চুতর্থ অবস্থানে কে থাকবে তা জানা যাবে আজ। রোববার দুপুরে মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি হবে নোয়াখালী ও রংপুর। সন্ধ্যায় খেলবে ঢাকা ও চট্টগ্রাম। রংপুর নিজেদের শেষ ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১২। তারা দ্বিতীয় স্থানে উঠে যেতে পারে চট্টগ্রাম রয়্যালসকে টপকে। শর্ত আছে, রান রেট ভালো থাকতে হবে। সন্ধ্যার মধ্য চট্টগ্রাম ঢাকাকে হারালে ১৪ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানেই থাকবে। এছাড়া দুই দলের কেউই যদি না জেতে তাহলে চট্টগ্রাম দ্বিতীয় এবং রংপুর চতুর্থ দল থাকবে। শীর্ষ দুইয়ে থাকতে পারলে ফাইনাল খেলার একাধিক সুযোগ পাওয়া যায়। সেই সুযোগটি নিশ্চিতভাবে রংপুর ও চট্টগ্রাম হাতছাড়া করতে চাইবে না। এলিমিনেটর ম্যাচ যারা হারবে তারা চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। তৃতীয় ও চতুর্থ দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। এই ম্যাচের বিজয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ম্যাচের বিজয়ী দল এরপর খেলবে ফাইনাল।