বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেক কাটা, চলতি বছরের জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনার সময় মাটির বাঙ্কারে অবস্থান নেয়া বিজিবির পেছনে কাস্তে হাতে নির্ভয়ে দাঁড়িয়ে থাকা স্থানীয় কৃষক বাবুল আলীকে পুরস্কৃত করা আর প্রীতিভোজের মধ্যদিয়ে উদযাপিত হলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার দুপুরে গোবরাতলায় ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ, বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, চাঁপাইনবাগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, দৈনিক গৌড় বাংলার সম্পাদক ও প্রকাশক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেনসহ জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের পরে প্রীতিভোজে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা। ২০১৫ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এই ব্যাটালিয়নের যাত্রা শুরু হয়।