বিজিবির অভিযানে মোটর সাইকেল ও ফেনসিডিল জব্দ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জে গতকাল শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে পাঁচটি মোটর সাইকেল ও ফেনসিডিলসহ একজনকে আটক করেছে ৫৩ বিজিবি। আটক হওয়া যুবক জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহম্মেদ টুটুল (৩০)।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান,
শুক্রবার বিকেলে সাড়ে ৪টায় বাখেরআলী বিওপির টহলদল আলীমনগর ঘাট হতে ৭ কিলোমিটার পূর্ব দিকে ৪নং বেড়িবাঁধ এলাকায় টহল পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আম বাগানের মধ্যে মাদক সেবন করা হচ্ছে। ঘটনাস্থলে বিজিবির টহলদল উপস্থিতি হলে ৫টি মোটরসাইকেলের আরোহীরা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। তবে তাদের ১ জনকে সাজিদ আহম্মেদ টুটুল আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে ১৫২ বোতল ভারতীয় ফেনসিডিল ও আটককৃত ব্যক্তির সহযোগিদের ফেলে যাওয়া ৫টি মোটরসাইকেল এবং ভারতীয় রুপি, বাংলাদেশী নগদ ৪৫ হাজার ৩৩০ টাকা, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এলাকার লোকজনকে সাথে নিয়ে বিজিবির টহল দলের ওপর মব সৃষ্টি করার চেষ্টা করে। এপ্রেক্ষিতে বিওপি হতে কোম্পানী কমান্ডারের নেতৃত্বে অতিরিক্ত টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল, ফেনসিডিল ও মোটরসাইকেলসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।