বিজিবির অভিযানে ভোলাহাট সীমান্তে ডোবায় ভাসমান প্যাকেট থেকে চোরাচালানকৃত স্মার্টফোন জব্দ

ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ভারত থেকে চোরাচালানে আনা ১২টি স্মার্টফোন জব্দ হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের চামুচা গ্রামের গড়ের মাঠ নামক স্থানে একটি ডোবায় ভাসমান একটি প্যাকেট জব্দ করে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল। পরে ওই প্যাকেট তল্লাশী করে ভারতীয় বিভিন্ন মডেলের ওই ১২টি ফোন জব্দ হয়। গতকাল ৫৯বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৬ বাই ২ এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে ওই অভিযান চালানো হয়। অভিযানে জব্দ ফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হবে বলেও জানান অধিনায়ক। সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযাœ জোরদার করা হয়েছে বলেও জানান অধিনায়ক।