01713248557

বিজিবির অভিযানে নদী থেকে ৪৭৪ বোতল ফেনসিডিল জব্দ


শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির পিরোজপুর এলাকার সীমান্তবর্তী পাগলা নদীতে ভারত থেকে কলাগাছের ভেলায় ভাসিয়ে দেয়া দুটি বস্তা বোঝাই ৪৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল রাতে বাংলাদেশের ভেতর থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। আজ সকালে ৫৯’বিজিবি রহনপুর ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করে বলা হয়, মাদকদ্রব্য পাচারের গোয়েন্দা তথ্যে ঐ এলাকায় অভিযান চালিয়ে ভেলায় থাকা ফেনসিডিলগুলো সীমান্ত পার করার পর তা জব্দ করা হয়। ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যানন্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে ফেনসিডিল শিবগঞ্জ থানায় জমা করা হবে।