বিজিবি’র অভিযানে গান পাওডার ও ককটেল তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবঞ্জের সদর উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে ২ কেজি ৩শ গ্রাম গান পাওডার এবং ককটেল তৈরির কিছু সরঞ্জামসহ মামুন নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তিনি সদর উপজেলার সূর্য নারায়নপুর বেলপাড়া গ্রামের বাবলু হকের ছেলে। এ ঘটনায় পলাতক রয়েছেন মামুনের বড়ভাই নয়ন। বিজিবি জানায়, আজ দুপুর পৌনে ১টার দিকে বিশেষ তথ্যের ভিত্তিতে জহুরপুরটেক বিওপির একটি টহল দল মামুন ও নয়নের বসত বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে গান পাওডারসহ মামুন আটক হলেও তাঁর বড়ভাই নয়ন পালিয়ে যায়। বিকালে ৫৩বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনায় জড়িতরা গরুসহ বিভিন্ন প্রকার সীমান্ত চোরচালানে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ আছে। অধিনায়ক আরও বলেন, অস্ত্র, গোলাবারুদ, গবাদিপশু, মাদকদ্রব্য, মোবাইল ফোন সহ যে কোন পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে।