01713248557

বিজয় নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে খাদ্য মেলা অনুষ্ঠিত

আজ চাঁপাইনবাবগঞ্জের শাহীবাগ সার্কিট হাউস মোড়ের বিজয় নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে খাদ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ খাদ্য মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান এ্যাডভোকেট নুরবানু খাতুন, বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যক্ষা হাসপাতালের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. আফজাল হোসেন, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের প্রদর্শক রসায়ন জনাব তাজেমুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন নার্সিং ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর জনাব হামিদা খাতুন, জনাব আফরোজা কায়সার, জনাব জোসনা খাতুনসহ নার্সিং ইনস্টিটিউট এর ছাত্র ছাত্রীবৃন্দ। বিজয় নার্সিং ইনস্টিটিউট এর প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বলেন পুষ্টি সমৃদ্ধ সুষম খাবার নিশ্চিত করতে হবে। বর্তমানে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবের সমারোহো আপনারাই জাতির ভবিষৎ আপনারাই স¦াস্থ্যকর খাবার নিশ্চিত করবেন এই লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আপনাদের এই সুষম ও পুষ্টিকর খাবারে মেলার আয়োজনের জন্য সিলেবাসে অন্তরভুক্ত করেছেন, যাতে আপনারা সেবক হিসেবে কাজ করার সময় রোগীদেরকে যেন সুষম ও পুষ্টিকর খাবার প্রদান করতে পারেন। ছাড়াও বক্তারা বলেন জীবন ধারনের জন্য খাদ্য দরকার, খাদ্য দেহ গঠন ও বৃদ্ধি সাধন করে, তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান, রোগ প্রতিরোধ বৃদ্ধি ও দেহের অভ্যান্তরীন কার্যাদি নিয়ন্ত্রন করে। তাই প্রত্যেকে খাদ্যের বিষয়ে সচেন করতে হবে এবং পুষ্টিকর, সুস্বম খাবারের বিষয়ে সচেন করতে হবে।