বাল্যবিয়ে ও শিশুরপ্রতি সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান 

 

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিশু অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। স্ট্রেংদেনিং সোসাল অ্যান্ড বিহেভিহার চেঞ্জ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ অফিস। বালুগ্রাম আদর্শ কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সদর উপজেলা ইসলামিক ফাউ-েশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল অদুদ, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার শামীমা খাতুন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য ইয়াসমিন খাতুন, জেলা প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আব্দুর রহিম। সভা সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের স্ট্রেংদেনিং সোসাল অ্যান্ড বিহেভিহার চেঞ্জ প্রকল্পের মাঠ সমন্বয়কারী তহুরুল ইসলাম। বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুরপ্রতি সহিংসতা বন্ধ, শিশু অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় জনসচেতনা বৃদ্ধির আহ্বান জানান আলোচকগণ।