বাবুডাইংয়ে কাব স্কাউট প্যাক মিটিং
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালায় কাব ইন স্কাউটিং এর আওতায় প্রথমবারের মতো কাব স্কাউট প্যাক মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই মিটিংয়ের আয়োজন করা হয়। এতে ১৫ জন কাব বালক ও ২৬ জন কাব বালিকা অংশ নেয়। ঘণ্টাব্যাপী প্যাক মিটিংয়ের মাধ্যমে কাব শিক্ষার্থীদের মহাবৃত্ত তৈরি, গ্র্যান্ড ইয়েল প্রদান, স্কাউট সালাম, স্কাউট পতাকা উত্তোলন ও নামানো, প্রার্থনা সংগীত এবং প্যাক মিটিং কিভাবে পরিচালনা করতে হয় তা হাতে কলমে শেখানো হয়। এছাড়াও প্যাক মিটিংয়ের নিয়ম অনুযায়ী স্কাউটিং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কাবদের ধারণা প্রদান করা হয়। কাব শিশুরা এই অনুষ্ঠানটিতে অত্যান্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে মনোযোগ সহকারে প্রতিটি সেশনে অংশ নেয়। উল্লেখ্য বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কাব ইন স্কাউটিং কার্যক্রম চালু করতে হবে। এরই অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের পরিচালনায় পাঁচদিন ব্যাপী ৬৯৯তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে। যেখানে বাবুডাইং আলোর পাঠশালার সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ ও কম্পিউটার অপারেটর মেহদী হাসান প্রশিক্ষণ গ্রহণ করেন। মূলত তাদের পরিলানায় এই প্যাক মিটিং অনুষ্ঠিত হয়। সবশেষ স্কাউট পতাকা নামানোর মধ্যদিয়ে আজকের প্যাক মিটিং সমাপ্ত হয়।