বাংলাদেশ সিরিজ বাঁচানোর লড়াইয়ে ব্যাটিংয়ে

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানে হারে বাংলাদেশ। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে পিছিয়ে যায় সফরকারীরা। আজ বিকেল চারটায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন বাচা-মরার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তর মতে, উইকেট শুষ্ক থাকায় ব্যাটিংয়ে সহায়তা হবে। ম্যাচের শেষ দিকে সুইংয়েরও আশা করছেন তিনি। অন্যদিকে আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদির চাওয়া, বাংলাদেশকে ২৪০ রানের আটকানো। এই ম্যাচে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ। তার জায়গায় উইকেটকিপার–ব্যাটসম্যান হিসেবে খেলছেন জাকের আলী। স্পিনার রিশাদ হোসেনের জায়গায় নেওয়া হয়েছে আরেক স্পিনার নাসুম আহমেদকে।বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।