বন্যপ্রাণী রক্ষায় প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গঠন করা হবে: পরিবেশ ও বন উপদেষ্টা

দেশের প্রতিটি জেলায় বন বিভাগকে সহায়তার জন্য স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষে বন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, এতে প্রাণী উদ্ধার ও সুরক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তিনি বন্যপ্রাণী সংরক্ষণে স্বতঃস্ফূর্তভাবে কাজ করা সকলকে ধন্যবাদ জানান।

রিজওয়ানা হাসান বলেন, “মানুষ ও বন্যপ্রাণীর মঙ্গল একসূত্রে গাঁথা। আমরা যদি প্রাণীদের বাঁচাই, প্রকৃতি আমাদেরও বাঁচাবে।”

তিনি আরও বলেন, “ডলফিন নদীর সুস্থতার প্রতীক। যেখানে ডলফিন টিকে থাকে, সেখানে নদীও টিকে থাকে—আর নদী টিকে থাকলেই মানুষ বাঁচে।”

তিনি উল্লেখ করেন, “বন্যপ্রাণী রক্ষায় শুধু আইন নয়, মনস্তাত্ত্বিক ও আচরণগত পরিবর্তনও জরুরি। যদি মানুষ নিরীহ প্রাণীর প্রতি নিষ্ঠুর হয়, তা সমাজের মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলন।”

অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় ড. মো. জাহাঙ্গীর আলম, ড. ইশতিয়াক সোবহা, মো. ছানাউল্যা পাটওয়ারী ও মো. রেজাউল করিম চৌধুরী বক্তব্য দেন।

অনুষ্ঠানে ‘গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ হ্যান্ডবুক’-এর মোড়ক উন্মোচন ও ডলফিন বিষয়ক প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।