ফের কি বাবা হয়েছেন তাহসান?

দাঁড়িয়ে আছেন সংগীতশিল্পী তাহসান খান। তার পরনে পাঞ্জাবি, মুখে মাস্ক। নবজাতক একটি শিশুকে তার কাছে ধরে রেখেছেন এক ব্যক্তি। খুব মনোযোগ দিয়ে শিশুটিকে দেখছেন তাহসান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়েছে। একজন ক্যাপশনে দাবি করেন—“দ্বিতীয়বারের মতো বাবা হলেন তাহসান খান, প্রথমবারের মতো মা হলেন রোজা আহমেদ।” আরেকজন লেখেন, “পুত্রসন্তানের বাবা হলেন তাহসান খান।” অন্য একজন দাবি করেন, “আবারো কন্যা সন্তানের বাবা হলেন তাহসান।” এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন তাহসান-রোজা আহমেদ দম্পতি।

চলতি বছরের ৪ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ে করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তার স্ত্রীর নাম রোজা আহমেদ, তিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট। তাদের বিয়ের বয়স ৮ মাস ১ দিন। এর ফলে তাহসানের বাবা হওয়ার খবরটি আরো বেশি মুখরোচকে পরিণত হয়েছে। কিন্তু সত্যি কি বাবা হয়েছেন এই শিল্পী? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ও খবর নিয়ে যখন জোর চর্চা চলছে, ঠিক তখন মুখ খুলেছেন তাহসান খান। খবরটি ভিত্তিহীন দাবি করে এই শিল্পী বলেন, “এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন ওর বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এটা তখনকারই ছবি। এ খবর পুরোটাই ভিত্তিহীন। ২০০৬ সালের ৭ আগস্ট রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাবহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলো করে আসে কন্যা আইরা তাহরিম খান। ২০১৭ সালে ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই দম্পতি। ২০১৯ সালের ডিসেম্বরে মিথিলা ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও একা ছিলেন তাহসান। দীর্ঘ দিন একা থাকার পর পরিচয় হয় রোজা আহমেদের সঙ্গে। পরিচয়ের চার মাসের মাথায় বিয়ে করেন এই জুটি। তাহসানের দ্বিতীয় হলেও রোজার এটি প্রথম বিয়ে। দাম্পত্য জীবনে দারুণ সময় পার করছেন এই যুগল।