প্রয়াসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন পিকেএসএফ এর উপ-ব্যাবস্থাপনা পরিচালক (অর্থ) গোলাম তৌহিদ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, পিকেএসএফ এর মহা-ব্যবস্থাপক(কার্যক্রম) ড. শরীফ আহম্মেদ চৌধুরী, সহকারী প্রকল্প সমন্বয়কারী লিফট-কর্মসূচি তৌহিদুল ইসলাম, সহকারী প্রকল্প সমন্বয়কারী ইউপিপি উজ্জীবিত প্রকল্প আলাউদ্দিন আহম্মেদ, প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক মুখলেসুর রহমান, জেষ্ঠ্য উপ-পরিচালক নাসের উদ্দিন সজল, কনিষ্ঠ সহকারি পরিচালক মু. তাকিউর রহমানসহ অন্যান্যরা। আজ বিকেল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। প্রথমে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর যৌবনে অবস্থিত প্রয়াসের ব্লাক বেঙ্গল ছাগলের ব্রিডিং খোমার পরিদর্শন করেন, এরপর সদর উপজেলার কালুপুর গুচ্ছগ্রামে সদস্য পর্যায়ে ছাগল পালন ক্লাস্টার পরিদর্শন। পরে ঝিলিম ইউনিয়নে মনামিনা কৃষি খামার ও চটিগ্রাম ডুমুরিয়া বাবুডাইং এ প্রস্তাবিত সমন্বিত কৃষি খামার ও প্রযুক্তি প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও সন্ধ্যায় প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে জেলার কৃষি, মৎস ও প্রাণিসম্পদ খাতের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন পিকেএসএফ এর উপ ব্যাবস্থাপনা পরিচালক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, প্রয়াসের প্রেসিডেন্ট ও শাহ-নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, কল্যানপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. সাইফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।