প্রয়াসের যুব উন্নয়ন প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধি কর্মসূচির আওতায় সামাজিক স্বেচ্ছাসেবা নেতৃত্ব ও সম্প্রীতি শীর্ষক ব্যাচভিত্তিক দিনব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণ-২০২৫ শুরু হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, পারধুমিহায়াতপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক, প্রয়াসের ইউনিট ব্যবস্থাপক মোসা. মুসলিমা খাতুন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শাহাদাৎ আহমেদ, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. মোশাররোফ হোসেনসহ অন্যরা। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।