প্রফেসর এলতাসউদ্দিন আর নেই
দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক, লেখক প্রফেসর মুহম্মদ এলতাসউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার বেলা ১২টা ৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
মরহুমের ইচ্ছে অনুযায়ী গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই গ্রামে বাবার কবরের পাশে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
মরহুমের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টেমেন্টের প্রফেসর মো. আফজাল হোসাইন জানান, আজ রবিবার বাদ এশার বনানী চেয়ারম্যানবাড়ী জামে মসজিদে প্রথম জানাজা, আগামীকাল সোমবার সকাল ৯টায় রাজশাহী টিটি কলেজ মসজিদে দ্বিতীয় জানাজা এবং চাঁপাইনবাবগঞ্জস্থ চাঁদলাই গ্রামে বড় মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর তৃতীয় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হবে।
১৯৩১ সালে চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁদলাই গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এলতাসউদ্দিন। তাঁর পিতা এসাহাক মন্ডল ও মা আফরোজা বেগম। ১৯৪৮ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম হন তিনি।