<meta property="og:image:width" content="200"/> <meta property="og:image:height" content="200"/> প্রথম ধাপে ১৮ হাজার শ্রমিক নেয়ার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর - Radio Mahananda

প্রথম ধাপে ১৮ হাজার শ্রমিক নেয়ার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর


প্রথম ধাপে ১৮ হাজার বাংলাদেশি শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকায় সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান আনোয়ার ইব্রাহিম। এর আগে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে একমত প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেইসঙ্গে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দেন তিনি। সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রয়েছে। বাংলাদেশ এগিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগী থাকবে।