01713248557

পূজা দিয়ে শুরু বিজয়-পূজার যাত্রা

ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা থালাপাতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘থালাপাতি ৬৯’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে। এটি পরিচালনা করছেন এইচ. বিনোত। অনেক দিন ধরেই সিনেমাটি নিয়ে আলোচনা চলছে। অবশেষে পূজা দিয়ে যাত্রা শুরু হলো এ সিনেমার। ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার (৪ অক্টোবর) পূজা অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন নির্মাতারা। পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থালাপাতি বিজয়, পূজা হেগড়ে, ববি দেওল, পরিচালক এইচ. বিনোতসহ অনেকে। আগামীকাল থেকে সিনেমাটির দৃশ্যধারনের কাজ শুরুর কথা রয়েছে। বিজয়-পূজা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন— মমিতা বাইজু, প্রিয়ামনি, প্রকাশ রাজ প্রমুখ। এটি প্রযোজনা করছে কেভিএন প্রোডাকশনস। এর আগেও জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন বিজয়-পূজা। সর্বশেষ ‘বিস্ট’ সিনেমায় দেখা যায় এ জুটিকে। সিনেমাটিতে ‘হালামাথি হাবিবি’ শিরোনামের একটি গানে নেচে আলাদা মাত্রা যোগ করেছিলেন তারা। ২০২২ সালে মুক্তি পায় এটি। বক্স অফিসেও দারুণ ঝড় তুলেছিল এটি।