পাগলা নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে আহাদ আলী নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাবলাবোনা গ্রামে পাগলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া আহাদ ওই গ্রামের নুরুল হুদার ছেলে ও কালিনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় আহাদ। এসময় তার সাথে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে আহাদকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।