01713248557

পাকিস্তানের চেকপোস্টে ১০ সীমান্ত পুলিশকে গুলি করে হত্যা


আফগান সীমান্তের কাছে একটি চেকপোস্টে জঙ্গি হামলায় পাকিস্তানের অন্তত ১০ সীমান্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো ৭ জন। আজ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র জঙ্গিদের হামলায় ওই ১০ জন সীমান্ত পুলিশ সদস্য নিহত হন। এক বিবৃতিতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন খান গান্ডাপুর এই হামলার বিষয়টি নিশ্চিত করে এর নিন্দা জানান।