পর্দা নামল মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের, চ্যাম্পিয়ন গোমস্তাপুর

চাঁপাইনবাবগঞ্জে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’, ‘মাদক নয়-আম চাষে করব বিশ্বজয়’, ‘মাদককে না বলুন’— এমন সব স্লোগানে আয়োজিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শেষ হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয় এই টুর্নামেন্ট। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শিবগঞ্জ উপজেলা ও গোমস্তাপুর উপজেলা ফুটবল দল। নির্ধারিত সময়ে উভয় দলই গোল করতে ব্যর্থ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে শিবগঞ্জ উপজেলা দলকে ৫-৪ গোলে পরাজিত করে গোমস্তাপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। তিনি গোমস্তাপুর উপজেলা দলকে ‘মাদকবিরোধী বিশেষ দূত’ ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত। সভাপতির বক্তব্য দেন— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিনার জাকির মুন্সী, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনসহ অন্যরা।
জেলা প্রশাসক বলেন— আজকের এই ফুটবল টুর্নামেন্টের মূল সুর ছিল তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে সরিয়ে স্মার্ট, ফিট, হ্যান্ডসাম নাগরিক তৈরি করা। ফুটবল খেলোয়াড়রা হবে অনুকরণীয় ও অনুসরণীয়, তাদের কাজ চাল-চলন হবে অন্যরকম। ফুটবল খেলোয়াড়রা শুধু ফুটবল খেলবে না, সমাজের বিভিন্ন ভালো কাজ ও দুর্যোগে সবার আগে এগিয়ে গিয়ে যাবে, তারা সমাজের আইকন হবে। এ খেলা মাদকের বিরুদ্ধে যুদ্ধ।
তিনি আরো বলেন, উদ্বোধনের দিন তোমরা শপথ করেছ মাদকের বিরুদ্ধে লড়বে। আজকের চ্যাম্পিয়ন গোমস্তাপুর উপজেলা ফুটবল দল হচ্ছে মাদকের বিরুদ্ধে বিশেষ দূত। যেখানেই মাদকের ছোবল সেখানেই তারা হানা দিয়ে তাদের বলবে, চল ভাই খেলতে যাই।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই টুর্নামেন্টের আয়োজন করে। সহযোগিতা করে জেলা ক্রীড়া সংস্থা।
টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, শিবগঞ্জ উপজেলা, গোমস্তাপুর উপজেলা, নাচোল উপজেলা ও ভোলাহাট উপজেলা ফুটবল দল অংশগ্রহণ করে।