পরীক্ষায় শূন্য পাওয়া, সেই সারাফিনা পদার্থ বিজ্ঞানের সেরা গবেষক!

303
টুইটারে গবেষক সারাফিনার টুইট শেয়ার করেছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। টুইটটি শেয়ার করে তিনি জানিয়েছেন, ভালো বলেছেন এবং এটি সত্যিই অনুপ্রাণিত করে। গুগলের সিইওর কাছে এমন রিট্যুইট পেয়ে স্বভাবতই খুশি সারাফিনা। তিনিও তাকে ধন্যবাদ জানিয়েছেন আন্তরিকভাবে।