পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট শব্দদূষণ নিয়ন্ত্রণ আইনে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের সহযোগিতায় শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা কেরছে পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ—রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫ আওতায় ৫ টি ট্রাক চালককে মোট ৫টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১০ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল। প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালন আবু সাঈদ। জেলা পুলিশের একটি দল মোবাই কোর্ট পরিচলনায় সহযোগিতা করে।