পরিবার পরিকল্পনা, নব-দম্পতি এবং কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

361

পরিবার পরিকল্পনা, নব-দম্পতি এবং কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা স্টেশন বাজারে রেডিও মহানন্দার আয়োজনে, ইউকেএআইডির অর্থায়নে, আইপাস বাংলাদেশ এবং বিএনএনআরসি সহযোগিতায়, উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি পরিচালনা করেন ৩ নং ঝিলিম ইউনিয়নের পরিবার পরিকল্পনার পরিদর্শক মো. বারকাতুল্লাহসহ আমনুরা কে.এন. উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তানিয়া শারমিন। এসময় উঠান বৈঠকে ২৪ জন কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ ও পরিবার পরিকল্পনা এবং মা শিশুর স্বাস্থ্যও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়