01713248557

পদত্যাগ করলেন অধ্যক্ষ জলিল ও প্রধান শিক্ষক রোকসানা আহমদ

চাঁপাইনবাবগঞ্জে নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল ও গ্রিনভিউ স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আহমদ তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অধ্যক্ষ আব্দুল জলিল নিজে তার স্বাক্ষরিত এক পত্রে পদত্যাগ করেছেন। যা জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা বিষয়টি নিশ্চিত করেছেন । অন্যদিকে শিক্ষার্থীদের দাবির মুখে তিনি পদত্যাগ করেন। বুধবার বিকেলে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকাল ১১টায় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে প্রধান শিক্ষক রোকসানা আহমদের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে রোকসানা আহমদের পদত্যাগ দাবি করতে থাকেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা তাদের আশ^স্ত করলে তারা সেখান থেকে সরে যান।