নিয়ামতপুরে ৫ম উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভা

367

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ম উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আজ বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার সঞ্চালনায় মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) বাচ্চু মিয়া, ক্ষেত্রসহকারী অনুপ কুমার মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ মো. ওয়াহেদুজ্জামান, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশীদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মঞ্জুয়ারা খাতুন, পারুল আক্তার, হাসনারা বিবি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু উমাম মো. মাহবুবুল হক, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আসাউর রহমান, হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নইম, রসুলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পাঁড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সভা শুরুর আগে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।