নিয়ামতপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সমাপ্ত

550

নওগাঁর নিয়ামতপুরে প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ৪টায় নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো. মাহফুজুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক।
নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতার উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদ হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আজাহার আলী। বঙ্গবন্ধু গোল্ডকাপে ৪নং নিয়ামতপুর ইউপির কানইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে (ট্রাইবেকারে) ৬নং পাড়ইল ই্উপির বেলগাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে ৮নং বাহাদুরপুর ইউপির গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে (ট্রাইবেকারে) ৫নং রসুলপুর ইউপির রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন কানইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র শুভ, সর্Ÿোচ্চ গোলদাতা গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নয়ন (৩ গোল)। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্রী লিমা খাতুন, সর্বোচ্চ গোলদাতা গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সোনিয়া খাতুন (৪ গোল)।