<meta property="og:image:width" content="200"/> <meta property="og:image:height" content="200"/> নিলামে উঠছে এমপি কোটার ২৪ বিলাসবহুল গাড়ি - Radio Mahananda

নিলামে উঠছে এমপি কোটার ২৪ বিলাসবহুল গাড়ি

এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় আনা ২৮৮ কোটি টাকা মূল্যের ২৪টি ল্যান্ড ক্রুজার নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এমপি পদ চলে যাওয়ার পাশাপাশি নির্ধারিত ৩০ দিনের মধ্যে ছাড় না করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্যানুসারে, গাড়িগুলো ১২তম সংসদের সদস্যরা আমদানি করেছিলেন। তবে ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংসদ ভেঙে দেয়ার কারণে তারা এই শুল্কমুক্ত সুবিধা নিতে পারেননি। সাধারণত ৮৫০ শতাংশ শুল্ক প্রয়োগের পরে প্রতিটি গাড়ির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১০-১২ কোটি টাকা। তবে শুল্কমুক্ত স্কিমের আওতায় এমপিরা প্রতিটি গাড়ি মাত্র ১ দশমিক ৩ কোটি টাকায় পেতেন।