01713248557

নির্বাচনে হেরে গেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে হেরে গেছেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বরিস জনসন পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর দুই বছর আগে লিজ ট্রাস প্রধানমন্ত্রী হন। কিন্তু মাত্র ৪৫ দিন পর তিনিও পদত্যাগ করতে বাধ্য হন। আর দুই বছর পর ভোটাররা তাকে পার্লামেন্ট থেকেই বিদায় করে দিয়েছেন। লিজ ট্রাসের নামের পাশে রয়েছে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী থাকার লজ্জার রেকর্ড। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর একটি অর্থনৈতিক পরিকল্পনা হাতে নেন। কিন্তু তার এ পরিকল্পনা বাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। এরপর চাপে পড়ে তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়েন।

ট্রাস তার নির্বাচনী আসনে ১১ হাজার ২১৭ ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী লেবার প্রার্থী পেয়েছেন ১১ হাজার ৮৪৭ ভোট। তিনি মাত্র ৬৩০ ভোটের ব্যবধানে হেরেছেন। এবারের নির্বাচনে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির যে বিপর্যয় হয়েছে; সেটি আরও ফুটে উঠেছে লিজ ট্রাসের পরাজয়ের মাধ্যমে। ট্রাস যে নির্বাচন হারবেন— এমন চিন্তা খুব কম মানুষই করেছেন। কারণ তার আসনটি কনজারভেটিভদের শক্তিশালী ঘাঁটি ছিল। এর আগে ১৯৯৭ সালের নির্বাচনে প্রতিরক্ষামন্ত্রী মাইকেল পোর্টিলো হেরে গিয়েছিলেন। আর এবার হারলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। টানা ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভদের শোচনীয় পরাজয়ের ব্যাপারে আগে থেকেই পূর্বাভাস পাওয়া গিয়েছিল। গতকাল বৃহস্পতিবার ৪ জুলাই নির্বাচনের পর যখন ফলাফল ঘোষণা শুরু হয় তখন এটি স্পষ্ট হওয়া শুরু করে।