নির্বাচক কমিটি থেকে ওয়াহাব ও রাজ্জাককে বাদ দিল পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ছিল বিবর্ণ। গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। সেই ব্যর্থতায় এবার চাকরি হারালেন ওয়াহাব রিয়াজ ও আব্দুর রাজ্জাক। নির্বাচক কমিটি থেকে তাদের বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে আজ পিসিবি জানায়, ‘জাতীয় নির্বাচক কমিটিতে রাজ্জাক ও ওয়াহাবের সার্ভিস আর প্রয়োজন নেই। ’ পরবর্তীতে নির্বাচক প্যানেলে কারা আসবেন সেটি পরে জানানো হবে বলেও জানানো হয় বিবৃতিতে। বিশ্বকাপের আগে মার্চ মাসে সাত সদস্যের নির্বাচক কমিটি গঠন করে পিসিবি। সেখানে ছিল না কোনো প্রধান নির্বাচক পদ। এবার নতুন করে প্যানেল গঠন করলে হয়তো ফেরানো হবে প্রধান নির্বাচক পদটি, এমনটাই জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। বর্তমানে সাত সদস্য থেকে দুইজন বাদ দিয়ে নির্বাচক কমিটির বাকি সদস্যরা হলেন কোচ, অধিনায়ক, সাবেক দুই ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক এবং অ্যানালিস্ট বিলাল আফজাল।