নিরাপদ মাতৃত্বে স্বাভাবিক প্রসবের গুরুত্ব বিষয়ে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ মাতৃত্বে স্বাভাবিক প্রসবের গুরুত্ব বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন— সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মসিউর রহমান ও আরএমও ডা. আব্দুস সামাদ, সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. সুলতানা পাপিয়া, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনোকোলজিস্ট ডা. মোসফিকা কাওসারী আক্তার, বাংলাদেশ হেলথ ওয়াচের অ্যাডভাইজার ইয়াসমিন এইচ আহমেদ, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. ময়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামশুন নাহার। এসময় উপস্থিত ছিলেন— শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল হামিদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল, নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব-উল আলমসহ আরো অনেকে। বাংলাদেশ হেলথ ওয়াচ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় কর্মশালায় আয়োজন করে সিভিল সার্জন অফিস। এসময় বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন উপস্থাপক করেন বাংলাদেশ হেলথ ওয়াচের কো-অর্ডিনেটর মাহরুবা খানম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও প্রকল্প ফোকাল পার্সন ফারুক আহমেদ। কর্মশালায় জানানো হয়, বেসরকরি ক্লিনিকগুলোতে মাসে কতটি নরমাল ডেলিভারি ও সিজারিয়ান রোগী হচ্ছে এবং কী কারণে সিজারিয়ান হচ্ছে তার প্রতিবেদন প্রতি মাসে সিভিল সার্জন অফিসে জমা দিতে বলা হয়। এছাড়া কর্মশালায় নরমাল ডেলিভারি করাতে মায়েদের উদ্ধুদ্ধ করার জন্য মা সমাবেশ, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানানো হয়। যে ক্লিনিকে নরমাল ডেলিভারি বেশি করানো হবে, সেই ক্লিনিককে যেন পুরস্কার প্রদান করা হয়; সেই বিষয়েও আলোচনা করা হয়। এসময় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক এবং প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর মাসুদুল আলম, প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম, প্রোগ্রাম অফিসার নওশীন মৌলি, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কাজ করছে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম।