নিক জোনাস বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কাকে ‘ড্রিম গার্ল’ বললেন
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে আজ সাত বছর পূর্ণ হয়েছে। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্যালেসে তারা সাত পাকে বাঁধা পড়েছিলেন। বিবাহবার্ষিকীর দিনে নিক জোনাস সামাজিক যোগাযোগমাধ্যমে সৈকতে তোলা প্রিয়াঙ্কার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘সেভেন ইয়ার্স ম্যারিড টু মাই ড্রিম গার্ল’ (আমার স্বপ্নের নারীর সঙ্গে বিয়ের সাত বছর)। পরে নিকের সেই স্টোরি আবার শেয়ার করে প্রিয়াঙ্কা চোপড়া ভালোবাসায় ভরা বার্তায় লিখেছেন, ‘ইউ আর হোয়াট ড্রিমস্ আর মেড অব’ (তুমি সেই, যাকে ঘিরে আমার স্বপ্নগুলো বোনা)। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের প্রথম সন্তান মালতি মেরি চোপড়া জোনাসকে স্বাগত জানান এই দম্পতি। এর কয়েক দিন আগেই প্রিয়াঙ্কা স্বামীর উদ্দেশে আরেকটি আবেগঘন পোস্ট লিখেছিলেন। সেখানে তিনি জানান, তাতে লেখা ছিল, “আমি সবসময় আমার স্বামীর বাধ্য স্ত্রী হয়ে থাকব। এটা সহজ বলে নয়, বরং এটা পবিত্র। ঈশ্বর জানতেন আমার এমন একজনের প্রয়োজন যে আমাকে বোঝার জন্য যথেষ্ট ধৈর্যশীল, আমি যা বলতে পারি না তা সহ্য করার জন্য যথেষ্ট শক্তিশালী এবং প্রতিটি ঝড়ের মধ্যে আমাকে ভালোবাসার জন্য যথেষ্ট কোমল।
সে কেবল আমার সঙ্গী নয়। সে আমার প্রার্থনার উত্তর। থ্যাঙ্কসগিভিং উপলক্ষে সাম্প্রতিক এক পোস্টে তিনি পরিবারের সঙ্গে কাটানো সময়ের কিছু মুহূর্ত শেয়ার করেছেন। সেখানে মালতির সঙ্গে খেলা, রং করা, বেকিং, বাইরে গান গাওয়া এ ধরনের সময়গুলোর পাশাপাশি নিক ও মায়ের সঙ্গে ডার্টস খেলার দৃশ্যও ছিল। নিজের অনুভূতি জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘খুব অল্প সময়ের জন্য বাসায় আসি। কখনও কখনও আমি নিজের চারপাশের সৌন্দর্য, বিস্ময় ও ভালোবাসা দেখে অভিভূত হয়ে যাই। এ বছর তিনি বিশেষভাবে কৃতজ্ঞ ‘ছোট ছোট মুহূর্তগুলোর’ জন্য, যা অনেক সময় মানুষের চোখ এড়িয়ে যায়। কাজের ক্ষেত্রে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে সামনে হলিউডের দুটি ছবি দ্য ব্লাফ এবং জাজমেন্ট ডে–তে দেখা যাবে। এছাড়া তিনি এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত ছবি ‘বারাণসি’-তেও অভিনয় করছেন। সম্প্রতি হায়দরাবাদে ছবিটির একটি অনুষ্ঠানে তিনি হাজির ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমারনসহ পরিচালক রাজামৌলি। এই ছবিতে প্রিয়াঙ্কা মন্দাকিনির চরিত্রে অভিনয় করছেন।