নারায়নপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার উদ্যোগে আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৬ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। সমিতির সহসভাপতি মেজর অবসরপ্রাপ্ত আমিরুল ইসলামের নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধি দল ত্রাণ সামগ্রি বিতরণ করেন। বিতরণ করা হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১১ রশিয়া, বাতাসী মোড়, নিশিপাড়াসহ বন্যা কবলিত কয়েকটি এলাকায়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির আলী। সমিতির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম মাসুমসহ অন্যরা।
ত্রাণ বিতরণ আয়োজনে মেজর (অব.) মো. আমিরুল ইসলাম বানভাসী মানুষদের উদ্দেশ্যে বলেন, আমরা ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে ত্রাণ সামগ্রি এনেছি আপনাদের সাময়িক সহায়তার জন্য। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য এটা পর্যাপ্ত নয়, তারপরও সাময়িক সময়ের জন্য যদি আপনাদের উপকারে আসে তবে আমাদের উদ্দেশ্য সফল হবে। তিনি সমিতির জন্য দোয়া কামনা করেন।
ত্রাণ সামগ্রি হিসেবে প্রতি ব্যাগে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিড়া ও আধা কেজি গুড়।
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি গতকাল শিবগঞ্জ উপজেলার উজিরপুর, পাঁকা, বিনোদপুর ও মনাকষা ইউনিয়নের প্রায় ৬০০ মানুষের মধ্যে অনুরূপ ত্রাণ বিতরণ করে।