নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ও সদর উপজেলার বারঘরিয়ায় ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫’ উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা বেলা ১১টার দিকে পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন- এলজিইডি ইঞ্জিনিয়ার সাহিনুল ইসলাম। আলোচনায় সমাজসেবা অফিসার সোহেল রানা, প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি, পিআইও দুলাল উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মাহবুব আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরডিবি অফিসার হারুন অর রশিদ।
আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪নং বরঘরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপিত হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে এবং ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে দিনব্যাপী নানা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ইউনিয়নের উন্নয়ন প্রকল্পসমূহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গীতিকার ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজের শিক্ষক জনাব আলী।
এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, তাসিকুল ইসলাম, মো. আব্দুল মালেক, মো. সবুজ মিঞা, মো. নাসিম আলী, মোসা. সুলেখা বেগম, মোসা. নাসরিন বেগম পপি এবং ইউনিয়ন পরিষদরে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আল আমীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে স্থানীয় উন্নয়ন কার্যক্রমের চিত্র প্রদর্শনী এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।