নাচোল উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনের সমন্বয় সভা অনুষ্ঠিত

নাচোল উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ৫০ শয্যাবিশিষ্ট নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাহবুব-উল আলম। সভায় অন্যানোর মধ্যে বক্তব্য দেন— উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. রাফিজা নাসরিন, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি অধ্যাক্ষ হাফিজুর রহমান, স্যাকমো কামরুল হাসান, এসএসএন প্রবিস হাসদা, সেবাগ্রহীতা বিধান সিং, রুবেল, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের গবেষণা সম্পাদক মাজিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শ্যামল বর্মন সহ অন্যরা। সভা সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিকার ফোরাম চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ। বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। এসময় আরো উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের স্বাস্থ্য সম্পাদনা প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মানিক, সদস্য জয়শ্রী প্রামানিক, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা। উল্লেখ্য, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কাজ করছে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম।