01713248557

 

নাচোলে সাওতাল বিদ্রোহ দিবসের ১৬৯ তম বার্ষিকী উদযাপন

 

নাচোল উপজেলায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৬৯ তম বার্ষিকী উদযাপন হয়েছে। আজ বিকালে বৃষ্টি মাথায় নিয়ে নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি গ্রামে ফুলকুঁড়ি আদিবাসী স্মৃতি সংঘের সহযোগিতায় নাচোল শাখা জাতীয় আদিবাসী পরিষদ  এ অনুষ্ঠান আয়োজন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। ফুলকুঁড়ি আদিবাসী স্মৃতি সংঘের কার্যালয়ে আদিবাসী নেতা টুনু পাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুভাস চন্দ্র হেমব্রম, নরেশ হাসদা, স্মৃতি পাহান, ওয়াজেদ পারভেজ, জয়নাল আবেদীন, তরুন উরাওসহ অন্যরা। বিপুল সংখ্যক নারী-পুরষ সমাবেশে বক্তারা বলেন, ১৮৫৫ সালে বিট্রিশ সা¤্রাজ্যবাদী সরকারের শোষণের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহের মাধ্যমে যে সংগ্রাম শুরু হয়েছিল তা আজও চলছে। কাজেই সংগ্রামও চলবে। বিদ্রোহের অবিসংবদিত নেতা সিধু-কানুকে স্মরণ করে বক্তরা  আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয়, স্বাধীন ভূমি কমিশন গঠনসহ ১৯৫০ সালের রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারা কার্যকরের দাবি জানান। সভাশেষে র‌্যালী বের করা হয়।