নাচোলে সরকারি গোখাদ্য পাচারের সময় হাতেনাতে আটক ২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি বরাদ্দের গোখাদ্য (ফিড) পাচারের চেষ্টার সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলীসহ চার স্টাফকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে যৌথবাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করে থানায় নেয়া হয়। পরে মুচলেকা দিয়ে তারা মুক্তি পেলেও পাচারের সঙ্গে জড়িত ক্রেতা ও চালককে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাচোল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে সরকারি গোখাদ্য পাচারের উদ্দেশ্যে একটি ভুটভুটিতে তোলা হচ্ছিল। এসময় রেলস্টেশন বাজার এলাকার পাহারাদার দোষ মোহাম্মদ ও খাদ্য গুদামের লেবার সরদার রিপন আলীর বিষয়টি নজরে আসে। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পাচারকারীদের ঘিরে ফেলে এবং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ গোমস্তাপুর উপজেলার বচনাতলা গ্রামের ফারিকুল (ভুটভুটি চালক) এবং ফিড ক্রেতা বোয়ালিয়া গ্রামের গাজু আলীকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে বুধবার সকাল থেকে এলাকার বিক্ষুব্ধ জনতা উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে জমায়েত হতে থাকে। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী ও তার স্টাফরা দপ্তরের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদার যৌথবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান। তিনি বলেন, ডা. কাউসার আলীসহ তার ৪ স্টাফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আটককৃত ভুটভুটি চালক ও ক্রেতার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ডা. কাউসার আলীর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। রাতের আঁধারে সরকারি বরাদ্দ চুরির এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।