নাচোলে শিক্ষকদের কর্মবিরতি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা মঙ্গলবার কর্মবিরতি করেছেন। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মবিরতি করেন তারা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউকে দায়িত্ব না দিয়ে এক সপ্তাহের ছুটিতে যাওয়ার প্রতিবাদে এ কর্মবিরতি বলে জানা গেছে।
সকাল ১০টার দিকে সরেজমিন স্কুলে গিয়ে অফিসকক্ষে শিক্ষকদের বসে সময় পার করতে দেখা গেছে।
এ বিষয়ে জ্যেষ্ঠ শিক্ষক আনিকুল ইসলাম জানান, সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এলাকার সুধীজন ও প্রাক্তন শিক্ষার্থীরা জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসার ও দুদক বরাবর স্মারকলিপি দিয়েছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক ও শিক্ষা অফিসের তদন্ত কাজ চলমান রয়েছে। কিন্তু এরই মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ম না মেনে কাউকে দায়িত্ব না দিয়েই ১৮ মে থেকে এক সপ্তাহের ছুটিতে বাইরে রয়েছেন। তিনি আরো বলেন, এদিকে গত ১৯ মে এসএসসির পাবলিক পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বোর্ডে খাতা পাঠানোর জন্য কেন্দ্র সচিবের বিভিন্ন স্থানে স্বাক্ষর দিয়ে পাঠাতে হবে। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এতে করে শিক্ষকরা পড়েছেন বিপাকে।
কর্মবিরতি চলবে কিনা এ বিষয়ে আনিকুল ইসলাম জানান, এখনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল (আজ বুধবার) স্কুলে গিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এ বিষয়ে পরিচালনা কমিটির সভাপতি দুরুল হোদা জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের আনীত অভিযোগগুলো তদন্ত চলমান রয়েছে। তবে তার অসুস্থতাজনিত মানবিক কারণে এক সপ্তাহের ছুটি দেয়া হয়েছে। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ছুটিকালীন কাউকে দায়িত্ব দেয়ার বিষয়টি এড়িয়ে যান সভাপতি। এছাড়া শিক্ষকদের কর্মবিরতির বিষয়টিও তিনি জানেন না বলে জানান।
এদিকে মাধ্যমিক শিক্ষা অফিসের দায়িত্বে থাকা মোস্তাফিজুর রহমান জানান, আমার কাছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের ছুটির একটি আবেদন এসেছে। তবে সে আবেদনে দায়িত্বরত কোনো শিক্ষকের নাম নেই। তিনি বলেন, শিক্ষকদের কর্মবিরতির বিষয়টি জানার চেষ্টা করবেন।
উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, প্রশাসনিক ও অর্থনৈতিক দুর্নীতির আনীত অভিযোগগুলো দুদক ও শিক্ষা অফিসের তদন্ত টিম কার্যক্রম পরিচালনা করছে। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়মবহির্ভূতভাবে ছুটি নিয়ে বাইরে রয়েছেন। এছাড়া শিক্ষকদের কর্মবিরতির বিষয়টি শিক্ষা অফিসকে অবহিত করা হয়েছে। তারা তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিবে।