নাচোলে মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ে বিদায়-বরণ অনুষ্ঠিত

168

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি’র পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানসহ অন্যরা। প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম জানান, এবছর অত্র বিদ্যালয় থেকে ৭৯জন এস এস সি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।