নাচোলে ভটভটির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি পরীক্ষার্থী নিহত

নাচোল উপজেলায় একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আসাদুজ্জামান রুবেল নামে এক যুবক নিহত হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল ৮টার দিকে নেজামপুর থেকে হাটবাকইলগামী আঞ্চলিক সড়কের বৈদ্যপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রুবেল রাজশাহীর তানোর উপজেলায় চৈতপুর এলাকার আমিনুল ইসলাম হায়দারের ছেলে। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে মোটরসাইকেল চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর যাবার পথে ভটভটির সাথে সংঘর্ষে নিহত হন। ঘটনার পর পুলিশ ভটভটি জব্দ করলেও এর চালক পালিয়ে যায়। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আহত রুবেলকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।