নাচোলে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে শীতকালীন ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ১৩ হাজার ৭৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই বীজ ও সার পাচ্ছেন। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান। উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৩ হাজার ৭৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে গম, সরিষা, সূর্যমুখী, অড়হড়, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসাড়ি, চীনা বাদাম বীজ বিতরণ করা হচ্ছে। এছাড়া কৃষকদের মধ্যে বিঘাপ্রতি ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।