01713248557

নাচোলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নাচোলে পুকুরে ডুবে মনিরা ইয়াসমিন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু কসবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আখিলা গ্রামের শাজাহান আলীর মেয়ে। পরিবার ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল ৮টার দিকে মায়ের সাথে বাড়ির অদূরে পুকুর ঘাটে যায় মনিরা। মা ঘাটে কাজ করার এক পর্যায়ে সে খেলা করতে করতে সকলের অগোচরে পানিতে পড়ে যায়। পরে তার খোঁজ করা হলে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নাচোল থানার উপ-পরিদর্শক(এসআই) মেসবাউল হক জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।